Wellcome to National Portal
সমাজকল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৩

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

 

বাস্তবায়নকারী মন্ত্রণালয়/দপ্তর

সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর

 

কার্যক্রম শুরুর বছর

২০০৫-০৬ অর্থবছর

 

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;

২. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;

৩. দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;

৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;

৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।

 সংজ্ঞা:

‘প্রতিবন্ধী ব্যক্তি’ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩ এ বর্ণিত যে কোন ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন কোন ব্যক্তি;

 

প্রার্থী নির্বাচনের মানদন্ড:

১. আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে;

২. বাছাইকালে আবেদনকারীর আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আনতে হবে;

৩. ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;

৪. ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে;

৫. নারী প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে;

৬. বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে;

৭. নতুন ভাতাভোগী মনোনয়নে অধিকতর দারিদ্রপীড়িত ও অপেক্ষাকৃত পশ্চাদপদ বা দূরবর্তী এলাকাকে অগ্রাধিকার দিতে হবে।

৮. চিকিৎসার লক্ষ্যে গরীব মানসিক/অটিস্টিক প্রতিবন্ধী শিশু (বয়স শিথিলযোগ্য) এবং সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।

 

ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী:

১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;

২. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী  সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;

৩. মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্ধে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;

৪. আবেদনকারীকে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;

৫. ৬ (ছয়) বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধীকে ভাতা প্রদানের জন্য বিবেচনায় নিতে হবে;

৬. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

 

ভাতা প্রাপ্তির অযোগ্যতা:

১. সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে;

২. অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে;

৩. কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।

 

পরিসংখ্যান

 

কভারেজ

বাজেট

সেবা’র বিবরণ

শুরুতে

বর্তমানে

শুরুতে

বর্তমানে

শুরুতে

বর্তমানে

১.০৪ লক্ষ জন (২০০৫-০৬)

২০.০৮ লক্ষ জন

(২০২২-২৩)

২৪.৯৯ কোটি টাকা (২০০৫-০৬)

১৮২০.০০ কোটি টাকা

(২০২২-২৩)

জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে (২০০৫-০৬)

জনপ্রতি মাসে ৮৫০ টাকা হারে

 সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত (২০২২-২৩)

 

 

অসচ্ছল প্রতিবন্ধী ভাতার কালানুক্রমিক বৃদ্ধি

অর্থবছর

উপকারভোগীর সংখ্যা (হাজার জনে)

জনপ্রতি মাসিক ভাতার হার (টাকায়)

বার্ষিক বাজেট (কোটি টাকায়)

২০০৫-০৬

১০৪.১৬

২০০

২৪.৯৯

২০০৬-০৭

১৬৬.৬৬

২০০

৩৯.৯৯

২০০৭-০৮

২০০

২২০

৫২.৮০

২০০৮-০৯

২০০

২৫০

৬০.০০

২০০৯-১০

২৬০

৩০০

৯৩.৬০

২০১০-১১

২৮৬

৩০০

১০২.৯৬

২০১১-১২

২৮৬

৩০০

১০২.৯৬

২০১২-১৩

২৮৬

৩০০

১০২.৯৬

২০১৩-১৪

৩১৪.৬০

৩০০

১৩২.১৩

২০১৪-১৫

৪০০

৫০০

২৪০.০০

২০১৫-১৬

৬০০

৫০০

৩৬০.০০

২০১৬-১৭

৭৫০

৬০০

৫৪০.০০

২০১৭-১৮

৮২৫

৭০০

৬৯৩.০০

২০১৮-১৯

১০০০

৭০০

৮৪০.০০

২০১৯-২০

১৫৪৫

৭৫০

১৩৯০.৫০

২০২০-২১

১৮০০

৭৫০

১৬২০.০০

২০২১-২২ ২০০৮ ৭৫০ ১৮২০.০০
২০২২-২৩ ২৩৬৫ ৮৫০ ২৪২৯.১৮
২০২৩-২৪ ২৯৭৮.৭১  ৮৫০ ২৯০০ 

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)

২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় (সংশ্লিষ্ট জেলা)

৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক (সংশ্লিষ্ট জেলা)

৪. পরিচালক (সামাজিক নিরাপত্তা), সমাজসেবা অধিদফতর

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন নীতিমালা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন নীতিমালা